OSMBD Community Town Hall Meeting

প্রিয় ম্যাপার ও শুভানুধ্যায়ীবৃন্দ,
বাংলাদেশে ওপেনস্ট্রীটম্যাপার, ওপেনস্ট্রীটম্যাপ অনুরাগী ও এ বিষয়ক কর্মকান্ডে আগ্রহী, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং যেকোন পরিসরে ওপেনস্ট্রীটম্যাপ ব্যবহারকারীদের নিয়ে আগামী ০৪ মার্চ, ২০২৩ রোজ শনিবার, সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকায়, “ওপেনস্ট্রীটম্যাপ বাংলাদেশ কমিউনিটি টাউনহল মিটিং” নামে অনলাইনে একটি উন্মুক্ত আলচনা সভা আয়োজন করা হচ্ছে।
উক্ত সভায় মুল আলোচ্য বিষয় হিসেবে থাকছেঃ
১। প্রথমবারের মতো জাতীয় পরিসরে ওপেনস্ট্রীটম্যাপ, সর্বোপরি ওপেন ম্যাপিং বিষয়ক সম্মেলন “স্টেট অফ দ্যা ম্যাপ বাংলাদেশ ২০২৩” আয়োজন বিষয়ক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহন।
২। ওপেনস্ট্রীটম্যাপ বাংলাদেশ কমিউনিটি পরিচালনা ও সমন্বয়ের স্বার্থে একটি “কার্য-নির্বাহী কমিটি” এবং একটি “প্রশাসনিক ও পরামর্শক কমিটি” গঠনের লক্ষ্যে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহন।

এতদ বিষয়ক আলোচনায় আপনার/আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ , সর্বপরি অংশগ্রহন একান্ত কাম্য। আশা করি উক্ত সভায় আপনি/আপনারা আপনার/আপনাদের সদয় উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে, সভাটিকে প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করতে সহযোগীতা করবেন।

আমাদের সামগ্রিক কমিউনিটি কর্মকান্ডকে বেগবান ও সহায়তা করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ওপেনস্ট্রীটম্যাপ ও ওপেন-ম্যাপিং এর সহযোগিতায় মানব-উন্নয়ন, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সর্বোপরি জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে আপনার অবদান আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবে।

সভায় আপনার উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিমোক্ত নিবন্ধন ফর্মটি পুরণের জন্য অনুরোধ করা হচ্ছেঃ

ধন্যবাদান্তে,
ওপেনস্ট্রীটম্যাপ বাংলাদেশ কমিউনিটির পক্ষে,
আয়োজকবৃন্দ।


Dear Mappers, Supporters & Wellwishers,
An ‘ONLINE’ open discussion meeting titled” OpenStreetMap Bangladesh Community Townhall Meeting” is going to be organised on March 04, 2023, at 7.00 PM, bringing all the OpenStreetMappers, OpenStreetMap enthusiasts, volunteers, wellwishers/supporters and OpenStreetMap users in any spheres together.
The main agenda of the meeting will be:
Plannery discussion on organizing “State of The Map Bangladesh 2023”, the first-ever national conference on OpenStreetMap & Open Mapping.
Plannery discussion on structuring an “Executive Committee” and a “Governance & Advisory Committee” for the sake of effective operation & coordination of the OpenStreetMap Bangladesh Community.

Your valuable opinions, suggestions, inputs and participation in the discussion would be highly appreciated. We humbly hope you would help make the meeting alive & successful by ensuring your presence.

We much appreciate your support & encouragement to our overall community activities, and thus your contribution to development, humanitarian support, and disaster resilience, in a broader sense achieving UN Sustainable Development Goals (SDG)using OpenStreetMap & Open-Mapping on both national & global scales.

To ensure your presence at the meeting please register using the linked form:

Thank you all,
On behalf of the OpenStreetMap Bangladesh Community,
The Organizers.

2 Likes

It was a good event and a good initiative from the OSM Bangladesh community. These are good for the community. Engagements are necessary to build up a bond between the mappers.
Good wishes.